দেশে প্রসাধনী সামগ্রী ও লিপস্টিক আমদানি এর বিক্রির ওপর নেই কোনো কার্যকর নজরদারি। ভারত, চীন, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত এসব পণ্য বাজারে বিক্রি হচ্ছে কয়েকগুণ বাড়তি দামে। প্রশাসনের নাকের ডগায় চলছে ভেজাল ও অতিমূল্যায়িত প্রসাধনীর রমরমা ব্যবসা।
গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে আসা ট্রাকটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় ৭৩ লাখ ৪৮ হাজার ৮২০ টাকা।